গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২১-২২অর্থ বছরের বাজেট ঘোষণা
আলমগীর কবীর:
গতকাল রবিবার ২৯ আগস্ট ২০২১ইং তারিখ সকালে গাছা আঞ্চলিক অফিসে গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বোচ্চ বাজেট ঘোষণা করেন,মেয়র এ্যাড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম । গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বোচ্চ বাজেট ২০২১-২২ অর্থবছরে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাসউদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম,প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া।বাজেটে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এতে মূল বাজেটের ৯৩ শতাংশ এই খাতে বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া মশক নিধন,স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সিটি কর্পোরেশনের এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকা ঘোষণা করা হচ্ছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থাসহ উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তার ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এ জন্য জনগণসহ সবার সহযোগিতা একান্ত কাম্য। গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সর্ববৃহৎ,সুতরাং আমাদের কাজ বেশি,দায়িত্ব বেশি । অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো শেষ করতে সকলের আন্তরিক সহযোগীতা একান্ত কাম্য ।
বাজেট অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।এছাড়া ও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।